January 19, 2025
বিনোদন জগৎ

বিতর্কিত গায়ক নোবেলের বিরুদ্ধে জিডি, মামলার প্রস্তুতি

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার ইথুন বাবু।

রোববার (২৩ মে) রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন তিনি। যার নাম্বার ৮৯৯। বিষয়টি নিশ্চিত করেছেন ইথুন বাবু নিজেই।

জিডি করার কারণ ব‌্যাখ‌্যা ইথুন বাবু বলেন, ‘নোবেল আমাকে নিয়ে তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে আমি অপমানবোধ করেছি। তাই নিজেই থানায় হাজির হয়ে জিডি করেছি। এছাড়া মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।’

ইথুন বাবু জানান, ‘নোবেলম্যান’ ফেসবুকে তাকে ‘চোর’ অ্যাখ্যায়িত করে ষড়যন্ত্রমূলক পোস্ট দেয়। দেশের সনামধন্য শিল্পীদের নিয়ে কটূক্তিসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এটি মানহানিকর ও লজ্জাজনক।

সংগীতাঙ্গনের বহুল চর্চিত নাম মাইনুল আহসান নোবেল ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত ভুবনে পা রাখেন। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন। কিন্তু সংগীত ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান নোবেল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *