July 5, 2025
আঞ্চলিক

বিজ্ঞানী পিসি রায়ের পৈত্রিক ভিটা দখলমুক্ত করে গবেষনাগার ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবী

 

খুলনায় ১৫৮তম জন্মবার্ষিকী পালিত

 

দ: প্রতিবেদক

খুলনায় নানা আয়োজনে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের (পিসি রায়) ১৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনা গুনীজন স্মৃতি পরিষদ ও আর্চায্য প্রফুল্ল চন্দ্র ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে বিএমএ মিলনায়তনে পি.সি.রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে প্রথমে শ্রদ্ধা জানানো হয়। পরে জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিএমএ’র সভাপতি ডা: বাহারুল আলমের সভাপতিত্বে গুনীজন স্মৃতি পরিষদের সমন্বয়কারী সাংবাদিক মহেন্দ্রনাথ সেন পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন শিক্ষাবিদ প্রফেসর সুশান্ত কুমার সরকার, বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা: আনোয়ারুল আজাদ, দৈনিক কালের কন্ঠের ব্যুারো প্রধান সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শিলু, এপিসি ফার্মাসিউটিক্যালস এর জেনারেল ম্যানেজার হেনা ভৌমিক, কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার, এ্যাডঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকিসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

এ সময় বক্তারা বলেন, প্রখ্যাত বাঙালি রসায়নবিদ বিজ্ঞানী আর্চায্য প্রফুল্ল চন্দ্র রায়ের যথাযথ মূল্যায়ন আমরা করতে পারিনি। তার আবিষ্কার, গবেষনা ও বিভিন্ন কর্ম এবং তার জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার পৈত্রিক ভিটা দখলমুক্ত করে একটি গবেষনাগার ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবী জানানো হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *