বিকেলে টিকা নিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা
বিকেলে করোনা ভাইরাসের টিকা নেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরিচালকরা।
রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর শেরে বাংলানগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল থেকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করবেন তারা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বাংলানিউজকে এ কথা জানান।