November 24, 2024
আঞ্চলিকলেটেস্ট

বিকাশে ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলো খুলনা জেলা পুলিশ

দ. প্রতিবেদক
খুলনার বটিয়াঘাটা থানা এলাকার মোঃ আল-আমিন সর্দার গত ৩০ জানুয়ারি তার নম্বরে বিকাশে ৩০ হাজার টাকা সেন্ড করতে গিয়ে একটি ডিজিট ভুল করলে উক্ত টাকা অন্য নম্বরে চলে যায়। এ বিষয়ে তিনি বটিয়াঘাটা থানায় একটি জিডি করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ সুপার মাহবুব হাসান এর নির্দেশক্রমে জেলা ডিবির ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, এসআই (নিঃ) লিপন সরকার এই বিষয়ে কাজ শুরু করেন।
সাইবার টিমের ঐকান্তিক প্রচেষ্টা এবং তথ্যপ্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে সুদূর উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার চিলমারী থানা এলাকা থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী আল-আমিন সর্দারকে ফেরত প্রদান করা হয়। আল-আমিন সর্দার টাকা পেয়ে উচ্ছ্বাসিত হয় এবং পুলিশের এই কাজের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য জানায় পুলিশ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *