বিকালে অল্প পরিসরে বসছে অধিবেশন
সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ করোনাভাইরাসের মহামারীর মধ্যেই শনিবার সংসদের সপ্তম অধিবেশন বসছে।
বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এই অধিবেশন ‘অত্যন্ত সংক্ষিপ্ত’ হবে সংসদ সচিবালয় থেকে এরইমধ্যে জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, অধিবেশনে খুব কম সংখ্যক সংসদ সদস্যই উপস্থিত থাকবেন। কেবল কোরাম পূর্ণ হওয়ার জন্য ৬০ জন সদস্যের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
জ্যেষ্ঠ সংসদ সদস্য এবং ঢাকার বাইরে অবস্থানকারী সংসদ সদস্যদের অধিবেশনে উপস্থিত হতে নিরুৎসাহিত করা হয়েছে। সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে।
এদিকে অধিবেশন চলাকালে সংসদ ভবনে সমাগম এড়াতেও নানা পদক্ষেপ নিয়েছে সংসদ।
গণমাধ্যমকর্মীদের সংসদ টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখে অধিবেশনের খবর সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে।
এছাড়া অধিবেশনের জন্য অত্যাবশ্যকীয় সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের উপস্থিত না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো দর্শনার্থীকেও সংসদে ঢুকতে দেওয়া হবে না।
এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন বসতে হবে।
করোনাভাইরাস পরিস্থিতিতে সংসদ অধিবেশনের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সংসদে প্রবেশের সময় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের তাপমাত্রা মাপা হবে।
এমনিতে সংসদ অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের যাবতীয় কার্যক্রম চূড়ান্ত করা হয়। তবে এবার কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হচ্ছে না।
অধিবেশনের কার্যসূচিতে দেখা গেছে, প্রথমে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন এরপর সরকারি কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন হবে। তারপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
কার্যসূচিতে সর্বশেষ এজেন্ডা হিসেবে ৭১ বিধির জরুরি গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিস নিষ্পত্তির বিষয়টি রয়েছে।
তবে এ এজেন্ডাটি স্থগিত হবে, কেননা সংসদের বর্তমান কোনো সদস্য মারা গেলে অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা হয় এবং দিনের কার্যসূচিগুলো স্থগিত রাখা হয়।
চলতি সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-২) গত ২ এপ্রিল মারা যান। তাই বৈঠকের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন এবং শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। শোক প্রস্তাব গ্রহণের পরপরই বৈঠক শেষ করে দেওয়া হবে।