বিএসএমএমইউর অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়ে বলে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে আমরা জানতে পেরেছি, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। আজকে আমরা উনার টেস্ট করিয়েছি।”
ওই অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন বাসায় আছি। আপনারা দোয়া করবেন।”
কীভাবে সংক্রমণ ঘটতে পারে বলে মনে করেন- প্রশ্ন করা হলে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, “হাসপাতালে রোগী দেখেছি। সেখান থেকে সংক্রমিত হয়েছি বলে ধারণা করছি।”