বিএসএমএমইউতে করোনাভাইরাস পরীক্ষা
নভেল করোনাভাইরাসের উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের পরীক্ষা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
“সেখানে আসা কোনো রোগীর উপসর্গ করোনাভাইরাসের মত বলে সন্দেহ হলে তাদের এখানে পরীক্ষা করা হবে।”
প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা করানো যাবে বলে জানান অধ্যাপক রফিকুল।
তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু কিট তারা পেয়েছেন। কোভিড-১৯ পরীক্ষার বিষয়ে ডব্লিউএইচও এবং সরকার যে মানদণ্ড দিয়েছে তার সঙ্গে মিল রেখে বিএসএমএমইউ একটি মানদণ্ড ঠিক করেছে। সে অনুযায়ী পরীক্ষা করা হবে।
“প্রথমে ব্যাপক আকারে আমরা পরীক্ষা করত পারব না। শুরু করব, আরও কিট পেলে বেশি সার্ভিস দেওয়ার আশা রাখি। তবে আমরা সবার পরীক্ষা করব না।”
উপ-উপাচার্য জানান, সেসব রোগী যানবাহন স্বল্পতা বা দূরত্বের জন্য বহির্বিভাগে গিয়ে সেবা নিতে পাারছেন না, তারা হেল্প লাইনে ফোন করে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। প্রয়োজনে অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকেও নমুনা নিয়ে আসা হবে।
“টেলিফোনে সেবা দেওয়ার সময় যেসব রোগীর বিষয়ে সন্দেহ হবে, তাদের আমরা এই পরীক্ষা করব। আমাদের প্ল্যান হচ্ছে যদি কোনো রোগীকে বাসায় গিয়ে স্যাম্পল নিয়ে আসার প্রয়োজন হয়, তাহলে আমরা তা নিয়ে আসব।”
পুরনো বেতার ভবনে গত ২ সপ্তাহ ধরে ফিভার ক্লিনিকে জ্বর সর্দি-কাশির রোগীদের পৃথকভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হেল্প লাইনে ফোন করে তথ্য দিয়ে পরামর্শ সেবা নেওয়া যাবে।
ফোন নম্বরগুলো হচ্ছে- মেডিসিন বিভাগ-০১৪০৬৪২৬৪৩৭, ০১৪০৬৪২৬৪৩৮, সার্জারি বিভাগ-০১৪০৬৪২৬৪৩৯, নাক, কান, গলা বিভাগ-০১৪০৬৪২৬৪৪০, বক্ষব্যাধি-০১৪০৬৪২৬৪৪১, অবস অ্যান্ড গাইনি- ০১৪০৬৪২৬৪৪২. শিশু বিভাগ-০১৯৮৪৫১৯৫২৫, ০১৯৫১৮২০৮৪৩।