November 25, 2024
জাতীয়

বিএসএফ’র বিরুদ্ধে কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

দক্ষিণাঞ্চল ডেস্ক

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষক মিলন হোসেনকে (৪০) তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল শুক্রবার সকালে সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করে। মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃতু মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় কুতুবপুর ইউনিয়নের শোলমারী ইউপি সদস্য রফিকুল জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কৃষক মিলন হোসেন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯ এর কাছে নিজ জমিতে কাজ করতে গেলে ভারতীয় ৮৪ বিএসএফ এর নন্দনপুর ক্যাম্প তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর ৬ বিজিবির পক্ষ থেকে ভারতীয় বিএসএফ’র কাছে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়।

৬ বিজিবি’র শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বিএসএফ’র কাছে চিঠি দিলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস এর কাছে দুই দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবি’র শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও ৮৪ বিএসএফ নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন।

৬ বিজিবি’র শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, তারা মিলন হোসেনকে তুলে নিয়ে যায়নি বলে জানিয়েছেন। তবে মিলন হোসেনের পরিবার তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *