বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. বাহারের মায়ের ইন্তেকাল
খবর বিজ্ঞপ্ত
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম এর মাতা আয়শা বেগম ১০০ বছর বয়সে গতকাল শনিবার রাত আনুমানিক ০৮.৩০মিঃ নিজ বাসায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি …. রাজেউন) করায় বিএমএ, খুলনা জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন খুলনা খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, ডা. বঙ্গ কমল বসু, ডা. মোঃ মামুনূর রশিদ, ডা. সুমন রায়, ডা. এস কে বল্লভ, অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মাহমুদ হাসান লেনিন, ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. খান আহমেদ হেলালি, ডা. মোহাম্ম হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা .মোঃ রকিবুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ। মরহুমার নামজের জানাযা আজ রবিবার বাদ জোহর তাঁর গ্রামের বাড়ী লকপুর, ফকিরহাট, বাগেরহাটে অনুষ্ঠিত হবে।