বিএমএ খুলনা শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প কাল
খবর বিজ্ঞপ্তি
’৭১ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখার আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠান, গোপালগঞ্জ এর সহযোগিতায়। আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খুলনা বিএমএ পরিচালিত বিনোদিনী স্মৃতি হাসপাতাল, ৭ ডা. এ এন দাশ লেন টুটপাড়া, খুলনায় বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক চক্ষু ক্যাম্প উদ্বোধন করবেন। চক্ষু ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখবেন, নির্দিষ্ট ঔষধ বিনামূল্যে বিতরণ করা হবে এবং বাছাইকৃত রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।