January 21, 2025
আঞ্চলিক

বিএমএ খুলনা শাখার আয়োজনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, (বিএমএ) খুলনা জেলা শাখা ও ভারতের এইচ সি জি হসপিটাল এর যৌথ আয়োজনে গতকাল শুক্রবার রাত ৮টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ভারতের ঐঈএ হসপিটাল এর ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. অয়ন বসু।

ডা. হ্যাপি সাহার সঞ্চালনায় ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মৃনাল কান্তি সরকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ। বক্তারা প্রযুক্তির আদান প্রদানের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব উল্লেখ করেন।

মূখ্য আলোচক ক্যান্সার বিষয়ে নতুন প্রযুক্তি সম্পর্কে চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। খুলনা বিএমএ’র বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস কে বল্লভ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এই সময় বক্তারা ভুল বুঝিয়ে বাংলাদেশে চিকিৎসা সম্ভব এমন রোগীদের ভারতে চিকিৎসার জন্য পাঠানোর সমালোচনা করেন। চিকিৎসকসহ সকলকে এই বিষয়ে সচেতন থাকার আহবান জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *