বিএমএ, খুলনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ২০১৯ বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে খুলনা বিএমএ’র প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায় এর সঞ্চালনায় আয়োজিত সভায় খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা.মোঃ মেহেদী নেওয়াজ খুলনা বিএমএ’র বার্ষিক প্রতিবেদন-২০১৯ উত্থাপন করেন এবং কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস তার আর্থিক প্রতিবেদন ও বাজেট উত্থাপন করেন। সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক এর প্রতিবেদন, কোষাধ্যক্ষ এর আর্থিক রির্পোট ও বাজেট অনুমোদন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধূরী (দুলাল) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপিএমপিএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও কেন্দ্রীয় বিএমএ’র কার্যকরী পরিষদ সদস্য ডা. জামাল উদ্দিন চৌধুরী,কেন্দ্রীয় বিএমএ’র দপ্তর সম্পাদক ডা.শেখ শহীদ উল্লাহ সহ খুলনা বিএমএ’র সম্মানিত সদস্য মন্ডলী উপস্থিত ছিলেন।