বিএমএ খুলনা জেলা শাখার চিকিৎসকদের সাথে শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার রাত ৮.৩০মিঃ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন,খুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভ বড়দিন উপলক্ষে চিকিৎসকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক ডা.মোঃ মামুনূর রশিদ, কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. বাপ্পারাজ দত্ত, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. আর কে নাথ, ডা. বিধান চন্দ্র ঘোষ,ডা.অপু লরেন্স বিশ্বাস, ডা. সিনথিয়া পাড়ই, ডা. চন্দন কুমার সাহা, ডা. আশিষ কুমার হালদার প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বড়দিনের শুভেচ্ছা বিনিময়,কেক কাটা ও মিষ্টি মুখ করা হয়।