বিএমএ খুলনার সভাপতির আরোগ্য কামনায় খুলনা নাট্য নিকেতন
খবর বিজ্ঞপ্তি
বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহরুল আলম ফুসফুসের রোগে আক্রন্ত হওয়ায় তাকে ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দ্রæত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে খুলনা নাট্য নিকেতন।
বিএমএ খুলনার সভাপতি ও খুলনা নাট্য নিকেতনের আজীবন সদস্য ডাঃ শেখ বাহরুল আলমের দ্রæত রোগমুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা নাট্য নিকেতনের সভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এস এম খালেদীন রশিদী সুকর্ণ, অধ্যাপক আশরাফুল জামান বাবুল, আ ফ ম সালাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবলু, নেয়ামুল হোসেন কচি, মোড়ল জাহাঙ্গীর হোসেন, এস এম জিল্লুর রহমান, শেখ আবিদ উল্লাহ, এস এম সেলিম আক্তার, সরদার ইলিয়াছ হোসেন, শেখ সিরাজুল ইসলামসহ সংগঠনের সকল সদস্য। বিবৃতিদাতারা আশা করেন ডাঃ বাহার দ্রæত সুস্থ হয়ে আবারও খুলনার চিকিৎসা ও সাংস্কৃতিক অঙ্গণে নেতৃত্ব দিবেন।