বিএনপি পরিচালিত কলসেন্টারে আরও ৬টি অক্সিজেন সিলিন্ডার
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাস মোকাবেলার মূল অস্ত্র ভ্যাকসিন সংগ্রহের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপি পরিচালিত কল সেন্টারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অনুদান গ্রহণকালে তিনি এ আহ্বান জানান।
নগর বিএনপির নেতাকর্মীদের করোনা যুদ্ধে শেষ দিন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়ে শনিবার থেকে শুরু হওয়া করোনা সংক্রামণরোধে নগরীর মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মার্কেটে ২২ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি সফল করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। ২২নং ওয়ার্ড যুবদল নেতা সাহারুজ্জামান মুকুলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক হৃদয়বান ব্যক্তির ৫টি অক্সিজেন সিলিন্ডার ও আমেরিকা প্রবাসি মিনা মাহমুদা ১টি অক্সিজেন সিলিন্ডার এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী প্রদত্ত ২ হাজার মাস্ক গ্রহণকালে বিএনপি নেতৃবৃন্দ মানবতার সেবায় এগিয়ে আসার জন্য দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনম
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল¬াহ খান সাচ্চু, মিসেস রেহানা আক্তার, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, বদরুল আনাম খান, সিরাজুল ইসলাম লিটন, কাউন্সিলর মাজেদা খাতুন, জামাল উদ্দিন মোড়ল, শামীম আশরাফ, হুমাউন আহম্মেদ, সেলিম বড়মিয়া, কাওসারী জাহান মঞ্জু, ফিরোজ আহমেদ, সাজ্জাত হোসেন জিতু, তুহিন ইসলাম প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়