বিএনপি নেতা দুদুর বাসভবনে হামলার প্রতিবাদে বিভাগীয় নেতৃবৃন্দের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র ভাইস–চেয়ারম্যান বাংলাদেশের ছাত্ররাজনীতির একসময়ের সাহসী নেতৃত্ব শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গার বাড়ীতে ১৮ সেপ্টেম্বর রাতে দুই দফায় সন্ত্রাসী হামলা ভাঙচুর ও কুশপুত্তলিকা পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন এই হামলায় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্ব দিয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই নগ্ন হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বাবু নিতাই রায় চৌধুরী, এম নুরুল ইসলাম দাদুভাই, মশিউর রহমান, মেহেদী আহমেদ রুমী, কবির মুরাদ, নজরুল ইসলাম মঞ্জু, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, শরীফ শাহ্ কামাল তাজ, রকিবুল ইসলাম বকুল, এ্যাড. আছাদুজ্জামান আছাদ, অমলেন্দু দাস অপু, অধ্যাপক সোহরাব উদ্দিন, অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমীরুজ্জামান শিমুল, নেওয়াজ হালিম আরলি প্রমুখ।