December 21, 2024
জাতীয়

বিএনপি দেশকে অশান্ত করতে ব্যস্ত : হানিফ

দ: প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি বলেছেন, ‘বিভিন্ন অজুহাতে বিএনপি দেশকে অশান্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে। তার আইনের প্রতি শ্রদ্ধাশীল না, গণতন্ত্রে বিশ্বাসী না। স¤প্রতি সুপ্রিমকোর্ট এজলাসে নজীরবিহিন ঘটনার সৃষ্টি করে আদালত অবমাননা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’

গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে লোকসমাগম দেখে ঐতিহাসিক সম্মেলন হিসেবে আখ্যায়িত করেন।

মাহবুব আলম হানিফ আরও বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি-জামায়াত জোট সরকার। অনেক কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু তারা জানেন না আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মী। কেন্দ্রীয় নেতাদের হত্যা করলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না।’

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *