বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব হয়নি : হানিফ
(বাসস) : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে ইতিহাসের বর্বরতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এখনও সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ। তিনি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পক্ষাবলম্বন করেছেন।’
হানিফ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ’৭৫ পরবর্তী সরকারগুলোর অবহেলার জন্যও ভয়াল ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব হয়নি।
মাহবুব-উল আলম হানিফ আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীকে জোরালো করেছি। তাঁর নেতৃত্বেই আমরা জাতিসংঘে ২৫ মার্চের ভয়াবহ এই গণত্যার স্বীকৃতি আদায় করবো।