বিএনপি ছাড়লেন আলী আসগর লবি
দক্ষিণাঞ্চল ডেস্ক
বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর লবি। গত ২৪ জানুয়ারি তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। গতকাল সোমবার তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী আসগর লবি বলেন, গত ১০ বছর ধরে আমি বিএনপির রাজনীতিতে সক্রিয় নয়। শারীরিক অসুস্থতার কারণে কোনও কর্মসূচিতে অংশ নিতে পারি নাই। ক্যানসারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করেছি। সপ্তাহে তিনদিন থেরাপিও নিতে হয় আমাকে। এছাড়া ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আমি আক্রান্ত। এসব কারণে বিএনপি থেকে পদত্যাগ করেছি।
অন্য কোনও দলে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। আপাতত কোথাও যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ফোনে বলেন, পদত্যাগের কথা শুনেছি। তবে এ বিষয়ে আমি কিছু জানি না।