December 22, 2024
জাতীয়

বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের তালিকা হবে : আমীর খসরু

দক্ষিণাঞ্চল ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করা হবে। আওয়ামী লীগের আমলে স¤প্রতি মুক্তিযুদ্ধবিরোধীদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রেক্ষাপটে শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ যত তালিকা প্রকাশ করে আমার কোনো আপত্তি নাই। এগুলোকে মূলধন করে তারা রাজনীতি করবে। কিন্তু তারা মূল তালিকায় হাত দিচ্ছে না কেন? যারা বাংলাদেশের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছেন, তাদের প্রাণের বিনিময় স্বাধীনতা এসেছে- তাদের তালিকা কোথায়? এই তালিকা প্রস্তুত করার পেছনে সরকারের এত ইতস্ততার কারণটা কী?

বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন শহীদদের তালিকা প্রণয়ন করবে। শুধু তাই নয়, শহীদদের তালিকা প্রণয়ন করে প্রত্যেকটি এলাকায় স্তম্ভের মধ্যে তাদের নাম প্রকাশ করবে। আওয়ামী লীগের চলমান কাউন্সিলকে স্বাগত জানান বিএনপি নেতা আমীর খসরু।

তিনি বলেন, আমরা তাদেরকে দল হিসেবে স্বাগত জানাই। একইসঙ্গে আমি আশা করি, আজকে কাউন্সিলে তারা (আওয়ামী লীগ) গণতন্ত্র কীভাবে ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কীভাবে ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের কেড়ে নেওয়া মৌলিক অধিকার কীভাবে ফিরিয়ে দেবে, তার ঘোষণা দেবে।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে আমীর খসরু বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা বক্তব্য এসেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্ষেত্রে ‘ম্যান্ডেলা রুলস’ প্রয়োগ করতে হবে। নেলসন ম্যান্ডেলাকে তার স্বাস্থ্য ও চিকিৎসার জন্য যেসমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল, আজকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকেও ‘ম্যান্ডেলা রুলসের’ মাধ্যমে চিকিৎসার কথা বলা হচ্ছে।

এটাও বলা হয়েছে যে, তার (খালেদা জিয়া) ন্যায়বিচার হবে কি না, তা নিয়ে বাংলাদেশের মানুষ সন্দিহান। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এরকম বক্তব্য আসায় বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, গণতান্ত্রিক অবস্থান, মানবাধিকারের অবস্থান, আইনের শাসন ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আমীর খসরু।

সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ফরিদ উদ্দিন, ইসমাইল হোসেন খোকন, রিয়াজউদ্দিন আহমেদ, আসম মোস্তফা কামালও বক্তব্য রাখেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *