December 27, 2024
আঞ্চলিকলেটেস্ট

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খুলনায় নানা কর্মসূচি গ্রহণ

 

দ: প্রতিবেদক

আজ রবিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রবিবার সারাদেশে এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়াউর রহমান নিহতের পর তার স্ত্রী খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি। নিম্ন আদালতে গত বছরের ৮ ফেব্র“য়ারি দুর্নীতির মামলায় সাজা পাওয়ার পর থেকে কারাগারে রয়েছেন তিনি। ৩৮ বছরের যাত্রায় বিএনপি চারবার ক্ষমতায় ছিল এবং সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ৩ বার বিরোধী দল হিসেবে আছে। দলটি ১২ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে।

খুলনায় কর্মসূচি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী। যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের লক্ষ্যে তিন দিনের কর্মসূচি নিয়েছে খুলনা মহানগর বিএনপি। কর্মসূচির প্রথম দিনে রবিবার বিকেল ৪টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত, সমাবেশ, আলোচনা, দোয়া এবং শেষে নগরীতে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করতে শনিবার ৩১ আগষ্ট সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সভা থেকে তিন দিনের কর্মসূচির প্রথম দিন বিকেলে সমাবেশ ও র‌্যালী সফল করতে বিকেল ৪টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, ডাঃ গাজী আব্দুল হক, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, এ্যাড. এস আর ফারুক, শাহজালাল বাবলু, এ্যড. ফজলে হালিম লিটন, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা খায়রুল ইসলাম, মোল্লা সাইফুর রহমান মিন্টু, এ্যাড. মাসুম রশিদ, এ্যাড. মোমরেজুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, আব্দুর রকিব মল্লিক, মোশারফ হোসেন মফিজ, আশরাফুল ইসলাম নান্নু, মেজবাউল আলম, এ্যাড. কে এম শহিদুল আলম, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, এ্যাড. গোলাম মাওলা, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুর রহমান রানা, শেখ সাদী, ইলিয়াস মল্লিক, এনামুল কবির, সাইফুর রহমান মোল্লা, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, খন্দকার ফারুক হোসেন, শামসুজ্জামান চঞ্চল, সরোয়ার হোসেন, সেলিম সরদার, নাজমুস সাকির পিন্টু, মশিউর রহমান যাদু, জাফরী নেওয়াজ চন্দন, মাহবুব হাসান পিয়ারু, কামরান হোসেন, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, আবুল বাশার, জসিমউদ্দিন লাবু, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, সাইমুন ইসলাম রাজ্জাক, শামসুল বারিক পান্না, মোল্লা ফরিদ আহমেদ, মোহাম্মদ আলী, রাহাত আলী লাচ্চু, মোল্লা কবির হোসেন, হেমায়েত হোসেন, মাওলানা ফারুক হোসেন, ওহেদুজ্জামান নান্না, জাবির আলী, জুলকার নাঈম প্রমুখ।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *