September 8, 2024
আঞ্চলিক

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ডেঙ্গু আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান

খবর বিজ্ঞপ্তি

মহামারি আকারে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার রক্তদান কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। যার দ্বিতীয় দিনে ছিল ডেঙ্গুতে আক্রান্ত ও হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হওয়া দুঃস্থদের রক্তের চাহিদা মেটাতে দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছায় রক্তদান। সকাল সাড়ে ১০ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির তৃতীয় ও শেষ দিন মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পার্কে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ৪১ টি গাছের চারা রোপন করবেন বিএনপির নেতাকর্মীরা।

রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। উপস্থিত ছিলেন সাহারুজ্জামান মোর্ত্তজা, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, রেহানা আক্তার, শেখ আব্দুর রশিদ, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, আজিজুল হাসান দুলু, সাদিকুর রহমান সবুজ, ইকবাল হোসেন খোকন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, হাসানুর রশিদ মিরাজ, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, শেখ জামিরুল ইসলাম, আবু সাঈদ শেখ, রবিউল ইসলাম রবি, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম শাহিন, কাজী মাহমুদ আলী, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, মুনতাসির মামুন প্রমুখ।

রক্তদান ক্যাম্প থেকে মোট ৩০ ব্যাগ রক্ত সংগৃহিত হয়। স্বেচ্ছায় রক্তদাতারা হলেন মেহেদী হাসান, নূর ইসলাম, এহসানুল ইসলাম শিথিল, খান জামাল, সাইফুর রহমান জাহিদ, মিজানুর রহমান বাবু, আলতাফ হোসেন, মাসুদ রানা, শেখ হায়দান বিন শিমুল, রফিকুল ইসলাম, আমিন হোসেন মিঠু, মোস্তফা জামাল নোমান, ইমদাদুল হক, মুরাদ হোসেন, তৈয়েবুর রহমান তপু, মাসুদ রানা, আবু তালেব হোসেন, জাকির মুন্সি, মোল্লা মেহেদী হাসান, জনি মীর, টিপু হাওলাদার, রবিউল ইসলাম, মঈনউদ্দিন, কামরুজ্জামান টুকু, মোজাহিদুল ইসলাম সোহেল, এ কে এম আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, আইয়ুব সিদ্দিকী মিলন ও রাজু আহমেদ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *