January 21, 2025
জাতীয়

বিএনপির অভিযোগ হাস্যকর : তথ্যমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সিটি নির্বাচন সম্পূর্ণ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে, এখানে সরকারের কোনো এখতিয়ার নেই। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকার নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি কর্মচারীদের চাকরি কমিশনের হাতে ন্যস্ত হয়। তাই সরকার কিংবা আওয়ামী লীগের দিকে বিএনপি নেতারা যেসব অভিযোগ তুলছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, নির্বাচনে জয়ী হওয়া নয়, বরং একে বিতর্কিত করাই বিএনপির প্রধান উদ্দেশ্য। মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যে তা প্রতীয়মান হচ্ছে। গত জাতীয় নির্বাচনেও দেখা গেছে, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যেই তাতে অংশগ্রহণ করেছিল। এবারও তারা সিটি নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিভিন্ন অভিযোগ তুলে একে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।

স¤প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর দল’ এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব নিজেই পেট্রোলবোমা বাহিনীর নেতা। ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি ঘুমন্ত বাসযাত্রী, থেমে থাকা ট্রাকের ঘুমন্ত চালক, স্কুলগামী শিশু-কিশোরদের পেট্রোলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করেছে। ২০১৮ সালের নির্বাচনেও তারা নিজেদের কার্যালয়ে লাঠিসোটা নিয়ে হাজির হয়েছিল। কয়েকদিন আগেও বিএনপির সন্ত্রাসীরা হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়, ভাঙচুর করে, বগুড়ায় শহীদ মিনার জুতা নিয়ে উঠতে বাধা দেওয়ায় পুলিশের ওপর ছাত্রদল হামলা করে। সন্ত্রাসী পরিবেষ্টিত থেকে, তাদের নেতা হয়ে ফখরুল সাহেবের এধরনের মন্তব্য জাতির সঙ্গে একটি বড় মশকরা।

এর আগে চবি হিসাব বিজ্ঞান বিভাগের প্রীতি সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আজ সব সূচকে পাকিস্তান এবং অনেক ক্ষেত্রে ভারতকেও পেছনে ফেলেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুখতার আহমেদ, সম্মেলন আহবায়ক মোহাম্মদ তোফাজ্জল আলী তফু, সদস্য সচিব অধ্যাপক ড. সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *