December 21, 2024
জাতীয়

বায়ুদূষণকারী ঠিকাদারদের বিরুদ্ধে ২২ ডিসেম্বর থেকে ব্যবস্থা

দক্ষিণাঞ্চল ডেস্ক

বায়ুদূষণকারী ঠিকাদারদের বিরুদ্ধে আগামী ২২ ডিসেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া শুরু হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন। সচিবালয়ে বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি বলেন, বায়ুদূষণ রোধে কী কী করতে পারি, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিছু আছে দীর্ঘমেয়াদী, কিছু মধ্যমেয়াদী এবং কিছু আছে স্বল্পমেয়াদী। এই মুহূর্তে আমরা দেখছি আমাদের রোগী মরে যাচ্ছে, কোরামিন ইনজেকশন দিতে হবে। আমি মনে করি এটাকে শর্টটার্ম হিসেবে চিন্তা করতে পারি। এই শর্টটার্মের জন্য আমরা কী করতে পারি।

আমি বলেছি ভালবাসার দিন শেষ, এখন হচ্ছে জরিমানা। সিটি করপোরেশনের যে ঠিকাদাররা কাজ করছে তাদের আমি প্রথমে জরিমানা করব। কারণ নিজের ঘরে থেকে যদি জরিমানা শুরু না করি মানুষ কিন্তু উল্টো বদনাম করবে। সিটি করপোরেশনের ঠিকাদারদের বলেছি- আগামী ২২ ডিসেম্বর থেকে আমি ঘোষণা ছাড়াই বিভিন্ন জায়গায় যাব। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

মেয়র আতিক বলেন, যে কনস্ট্রাকশন কোম্পানি কমপ্ল্যায়েন্স মেইনটেইন না করে সিটি করপোরেশনের কাজ করবে, হয় তার ব্যবসা বন্ধ করতে হবে, না হয় জরিমানা দিতে হবে। ফাইনের মাধ্যমে আমরা নোটিশ দেব। তারপরও যদি কাজ না করে অবশ্যই সিটি করপোরেশনের কন্ট্রাক্টর যারা আছেন তাদেরকে ব্ল্যাকলিস্ট করা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা থাকবে না। ব্যবসা করব আমরা, পয়সা কামাই করব নিজেরা, কিন্তু কমপ্ল্যায়েন্স মেইনটেইন করব না এটা হতে পারে না। এটা নম্বর ওয়ান ম্যাসেজ।

উদাহরণ দিয়ে তিনি বলেন, মেট্রোরেলের কন্ট্রাক্টর ব্যবসা করছে পয়সা বানানোর জন্য কিন্তু সে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তাদের জরিমানা করার জন্য আমরা কাজ করছি। মন্ত্রী ও সচিবকে বলেছি আমাদের ম্যাজিস্ট্রেট দিন।

আমার যে কয়জন ম্যাজিস্ট্রেট আছে, আমি প্রত্যেককে বলেছি ২২ ডিসেম্বর থেকে তোমরা আমার সঙ্গে থাকবা, বিভিন্ন এলাকায় আমাদের সিটি করপোরেশনের ঠিকাদারদের আগে ফাইন করবেন। তারপর আপনি ফাইন করবেন অন্যান্য কন্ট্রাক্টারদের। ২২ ডিসেম্বর থেকে আমার অফিস হবে গাড়িতে ও মোবাইলে। আমি সিটি করপোরেশনে অফিস করব না।

বিআরটির যারা আছেন তাদের অনুরোধ করব- কন্ট্রাক্টরদের আপনারা ধরুন, তা না হলে আমরা সিটি করপোরেশন তাদের ধরব। আমরা তাদের শাস্তি দেব। তারা তো কমপ্ল্যায়েন্সের জন্য টাকা নিয়েছে। ফুটপাত ক্লিন রাখার জন্য টাকা নিয়েছে। টাকা নিচ্ছে কিন্তু জবাবদিহিতা নেই, তাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। রাস্তার ধুলা দূর করতে একটি সুইপিং মেশিন কেনার কথা জানিয়ে আতিক বলেন, আগামী জুন মাসের মধ্যে আরও ছয়টি সুইপিং মেশিন আসবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *