বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের শীতবস্ত্র বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকালমঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্ত¡রে প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র সরুপ কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল কম্বল বিতরণ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে এসময় ইউপি সচিব ম. আলতাফ মাহমুদ, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ লিয়াকত হোসেন, ঢালী আঃ খালেক, কোহিনুর বেগম, গ্রাম আদালতের সহকারি ফারজানা খাতুন প্রমূখ। মোট ৪৯১জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এর আগে প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।