বাহিরদিয়া জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস পালিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বাহিরদিয়া-মানসা ইউনিয়নের আয়োজনে বুধবার বেলা ১১টায় জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।
ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলী সরফারাজ আহম্মেদ, স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র প্রমূখ। এসময় সিএসএস প্রতিনিধি গোপাল চন্দ্র রাহা, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মোঃ লিয়াকত হোসেন, মোঃ মশিউদ্দিন মোড়ল, মোঃ হাফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ডাষ্টবিন বক্স বিতরণ করা হয়।