বাহিরদিয়া এন এম মাদ্রাসার ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট বাহিরদিয়া এন. এম. মাদ্রাসার ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। বিশেষ অতিথি ছিলেন আট্টাকা স্কুলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, হাফেজ মাওঃ নিয়ামত উল্লাহ, নেটিজেল আইটি লিমিটেডের জেলা প্রতিনিধি নেওয়াজ শরীফ মুন্না ও উপজেলা প্রতিনিধি নাজমুল হুসাইন।
মাওঃ হাবিবুল্লাহ এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ইমরান বিন লুৎফর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ লিয়াকত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, আ,লীগ নেতা শেখ সিরাজুল ইসলাম, সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন মিন্টু, শিক্ষক মোঃ রহমত উল্লাহ, মাওঃ আঃ রহিম, হাফেজ খলিলুর রহমান, স্থানীয় মোঃ মনিরুজ্জামান জামান, মোঃ সাহিদুর রহমান, মাফুজুর রহমান বাবু সহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।