বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আর নেই
বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন।
বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দেশটির রয়েল প্যালেসের বরাত দিয়ে বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, তার মরদেহ দেশে নিয়ে এসে জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে। শেষকৃত্যের কাজ তার নিকট আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে বৃহস্পতিবার থেকে তিনদিনের জন্য দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম স্থগিত করে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন তিনি।
শেখ খলিফা বিন সালমান আল খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।
পৃথিবীর দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড করেছিলেন খলিফা বিন সালমান। দীর্ঘ ৫০ বছর বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।