January 21, 2025
আঞ্চলিক

বাস-মিনিবাস ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ নগর বিএনপি’র

 

খবর বিজ্ঞপ্তি

বাস-মিনিবাস ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। গতকাল সোমবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানিয়েছেন।  বিবৃতিতে হঠাৎ করে লকডাউন তুলে ছুটি স্থগিত করে জনগণকে করোনা ঝুঁকির মধ্যে ফেলে বাস-মিনিবাস ভাড়া বাড়িয়ে জনগণকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেবার পদক্ষেপকে একটি জনবিচ্ছিন্ন সরকারের হটুকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে অবিলম্বে জনস্বার্থ বিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *