বাস চাপায় আবরারের মৃত্যুর ঘটনায় বাবার মামলা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার প্রগতি সরণিতে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় গুলশান থানায় মামলা করেছেন তার বাবা আরিফ আহমেদ চৌধুরী।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তফা আহমেদ জানান, মঙ্গলবার রাতে দায়ের করা এ মামলায় সুপ্রভাত পরিবহনের বাসের চালক সিরাজুল ইসলাম, চালকের সহকারী, বাসের কন্ট্রাকটর ও মালিককে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নদ্দার বসুন্ধরা গেইটে প্রগতি সরণিতে ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ নম্বরের ওই বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার।
দুর্ঘটনার পর বিইউপির শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিনভর বিক্ষোভ করে। নিরাপদ সড়কের দাবিতে তাদের ওই বিক্ষোভে পরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও যোগ দেয়। বুধবার সকালে বিইউপির শিক্ষার্থীরা আবারও প্রগতি সরণি অবরোধ করলে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন অংশে।
আবরারের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তাদের বাসা বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে। ইংরেজি মাধ্যমে ‘এ’ লেভেল শেষ করে গত বছর বিইউপিতে ভর্তি হয়েছিলেন আবরার। দুই ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন বড়। মঙ্গলবার বিকালেই তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।