বাসে কভার্ড ভ্যানের ধাক্কায় রংপুরে নিহত ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
রংপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় বাসচালকের সহকারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। জেলার ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রশিদ জানান, মঙ্গলবার সকালে ফাইভস্টার মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। তাদের বাড়ি পীরগঞ্জ উপজেলায়। আর নিহত সহকারীর বাড়ি সিলেট জেলায়। তবে পুলিশ তাদের নাম-পরিচয় বলতে পারেনি।
এসআই রশিদ বলেন, ঢাকা থেকে আসা রংপুরগামী জাকির পরিবহনের বাসটি ফাইভস্টার মোড়ে পৌঁছালে একটি মালবাহী কভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসচালকের সহকারী ও দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত দুইজনকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।