বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবীতে নগরীতে প্রতীকী মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
বাসের ভাড়ার বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক, এটা করোনায় বিপর্যস্ত মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা। তাই ভাড়া বৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টায় শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত প্রতীকী মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবী জানানো হয়।
জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাসদ খুলনা জেলা নেতা জনার্দন দত্ত নাণ্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑসিপিবি খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় নেতা এস এ রশীদ, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সদস্য মিজানুর রহমান বাবু, মহানগর নেতা নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুর করিম, কোহিনুর আক্তার কণা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সাধারণ সম্পাদক কে এম আলিদাদ, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সদস্য কামরুল ইসলাম, আব্দুল হাই, রিকসা শ্রমিক আন্দোলনের নেতা আলমগীর হোসেন বাবু প্রমুখ।