November 28, 2024
জাতীয়লেটেস্ট

বাসযাত্রীকে চাকায় পিষে ‘হত্যা’: চালক গ্রেপ্তার

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ভাড়ার ঝগড়ায় গাজীপুরে ‘বাস থেকে ফেলে চাকায় পিষে’ এক যাত্রীকে হত্যার অভিযোগে বাসটির চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের ধোবাউরা-হালুয়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রোকন উদ্দিন (৩৫) ‘আলম এশিয়া’ বাসের চালক। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লতিফপুর নয়াপাড়ার কামাল হোসেনের ছেলে। বাসভাড়া নিয়ে বিতন্ডার জেরে রোববার গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় এক যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার পর তার উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

জয়দেবপুর থানার এসআই আব্দুর রহমান বলেন, রোববার এক যাত্রীকে বাস থেকে ফেলে হত্যার মামলার পর বাস চালক রোকন উদ্দিন তার মাকে নিয়ে ময়মনসিংহের ধোবাউরা ও হালুয়া ঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রোকন গ্রেপ্তার এড়ানোর জন্য কংস নদীতে ঝাঁপ দেয়। পুলিশও তার পিছু নিয়ে ঝাঁপ দিয়ে তাকে গ্রেপ্তার করে। আর মা কৌশলে পালিয়ে যান। এ হত্যার ঘটনায় জড়িত বাসের কন্ডাকটর ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

নিহত যাত্রী সালাহ উদ্দিন (৩৫) গাজীপুরের বাঘের বাজারে একটি ভাড়া বাড়িতে থেকে স্কটেক্স এ্যাপারেলস নামের পোশাক কারখানার গাড়ি চালাতেন। তিনি ঢাকার আলু বাজার এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।

নিহতের ছোট ভাই জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, গত শুক্রবার সস্ত্রীক সালাউদ্দিন ঈদের ছুটিতে ময়মনসিংহের ফুলপুর এলাকায় তার শ্বশুরবাড়ি বেড়াতে যান। রোববার তারা ময়মনসিংহ থেকে আলম এশিয়া পরিবহনের বাসে গাজীপুরের বাসায় ফিরছিলেন।

পথে ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর সাথে পরিবহনের সহকারীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গাড়ির ভিতরে সালাহ উদ্দিনকে লাঞ্ছিত করে চালকের সহকারী। এ ঘটনা সালাহ উদ্দিন মোবাইল ফোনে তার স্বজনদের অবহিত করেন এবং বাঘের বাজার এলাকায় তাদের থাকতে বলেন।

পরে জামালসহ ৫-৬ জন বাঘের বাজার এলাকায় ওই বাসটির জন্য অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে তারা কিছু বুঝে উঠার আগেই বাঘের বাজার পৌঁছলে সালাহ উদ্দিনকে গাড়ি থেকে ফেলে দিয়ে তার উপর বাস চালিয়ে দেয় বলে জামালের অভিযোগ।

পরে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সালাহ উদ্দিনের স্ত্রীকে বাস থেকে নামিয়ে পালিয়ে যেতে থাকে তারা। পরে স্থানীয় মেম্বার বাড়ির আমতলী এলাকায় মহাসড়কে বাসটি ফেলে চালকসহ সহকারী ও কন্ডাক্টর পালিয়ে যায়।

জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নিহতের ছোট ভাই জামাল উদ্দিন বাদী হয়ে রোববার রাতে বাসের চালক, সহকারী, কন্ডাক্টার ও মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার রোকনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *