বাসদ-এর কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘ব্যক্তিগত পরিবারের ক্ষুদ্র গণ্ডী পেরিয়ে আসুন বৃহত্তর বাসদ-পরিবারের সদস্য হই’ এই শ্লোগান নিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল দিনব্যাপী ২৭নং ওয়ার্ড কাউন্সিল মিলনায়তনে কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনামেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড রাজেকুজ্জামান রতন।
আরও উপস্থিত ছিলেন মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, পলাশ দাস, এস এম ফরহাদ হোসেন মিটন, শিক্ষকনেতা মাহমুদুন্নবী ডলার, শাহেদ শুভ, নারায়ণ মণ্ডল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কোহিনুর আক্তার কণা, দেবযানী দাশ মণ্ডল, নাসির সরদার, আইয়ুব আলী, শিক্ষক দেবনাথ মণ্ডল, প্রলয় মজুমদার, কামাল হোসেন, ডাঃ অমিতাভ অরণ্য, কৌশিক মজুমদার, সনজিত মণ্ডল, সুপ্রভাত কবিরাজ প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা’র সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু।