বার্সেলোনার স্বস্তির জয়
প্রতিপক্ষের আক্রমণের ঝাপটা সামলে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গেল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমালেও হার এড়াতে পারল না পয়েন্ট তালিকার তিন নম্বর দল গেতাফে। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল বর্তমান চ্যাম্পিয়নরা।
লা লিগায় শনিবার কাম্প নউয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন অঁতোয়ান গ্রিজমান ও সের্হিও রবের্তো। এই জয়ে রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানেই রইল কাতালান দলটি।
সেপ্টেম্বরের প্রথম লেগে গেতাফের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা।
ছয় দিন আগে রিয়াল বেতিসের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে চারটি পরিবর্তন আনেন কোচ কিকে সেতিয়েন। ক্লেমোঁ লংলের জায়গায় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন জেরার্দ পিকে। গত ম্যাচে লাল কার্ড দেখায় লংলে নিজেও এই ম্যাচে ছিলেন নিষিদ্ধ। জুনিয়র ফিরপোর জায়গায় ফেরেন জর্দি আলবা। নেলসন সেমেদো ও আর্তুরো ভিদালের পরিবর্তে জায়গা পান আনসু ফাতি ও আর্থার।
ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন লিওনেল মেসি।
২২তম মিনিটে চোট নিয়ে সরাসরি টানেল দিয়ে মাঠ ছাড়েন আলবা। পরের চার মিনিট ঝড় বয়ে যায় স্বাগতিক শিবিরের উপর দিয়ে।
গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে একা পেয়েও শট নিতে দেরি করেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড মোলিনা ভিদাল। ছুটে এসে কর্নারের বিনিময়ে এ যাত্রায় রক্ষা করেন স্যামুয়েল উমতিতি।
সেই কর্নারে নেওয়া মোলিনার হেড দারুণভাবে রুখে দেন টের স্টেগেন। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে ঠেলে দেন অ্যালেন নিয়োম। গোলের বাঁশি বাজালেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টান রেফারি। জালে বল পাঠানোর আগে উমতিতিকে ফাউল করেছিলেন নিয়োম।
পরের মিনিটেই কুকুরেয়ার কোনাকুনি শট দূরের বার ঘেঁষে বেরিয়ে যায়।
৩৩তম মিনিটে মেসির জাদুকরী পাস পেয়ে বা পায়ের দারুণ চিপে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠান গ্রিজমান। লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি সপ্তম গোল।ছয় মিনিট পর গোছালো দলীয় আক্রমণে ব্যাবধান দ্বিগুণ করে চ্যাম্পিয়নরা। আলবার বদলি নামা ফিরপো বাম প্রান্ত থেকে আড়াআড়ি পাস দেন ডান প্রান্তে। কাছের পোস্ট দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রবের্তো।
প্রথমার্ধের যোগ করা সময়ে গ্রিজমানের ক্রসে নেওয়া মেসির হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ডেভিড সোরিয়া।
দ্বিতীয়ার্ধেও নড়বড়ে ছিল বার্সেলোনার রক্ষণ। তারই সুযোগে ৬৫তম মিনিটে আনহেল রদ্রিগেসের দর্শনীয় ভলিতে ব্যবধান কমায় সফরকারীরা। ৭২তম মিনিটে টের স্টেগেনের দুটি চমৎকার সেভে স্কোর লাইনে সমতা আসেনি।
দুই মিনিটের ব্যবধানে দুইবার সুযোগ হাতছাড়া করেন গ্রিজমান। ছোট ডি বক্সের সামনে থেকে উড়িয়ে মারার খানিক পর নেন লক্ষ্যভ্রষ্ট আড়াআড়ি শট।
বাকি সময়ে ব্যবধান ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
২৪ ম্যাচে ১৬ জয় ও চার ড্রয়ে ৫২ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টানা পাঁচ ম্যাচ পর হারের স্বাদ পাওয়া গেতাফে।
এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট শীর্ষে রয়েছে রিয়াল। শুক্রবার ভালেন্সিয়ার মাঠে ২-২ ড্র করা আতলেতিকো মাদ্রিদ ৪০ পয়েন্ট নিয়ে আছে চারে।