November 22, 2024
Uncategorized

বার্সা-জুভের বছরসেরা মেসি-রোনালদো!

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত গ্রীষ্মে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। অন্যদিকে জুভেন্তাস ছেড়ে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

তবু নিজ নিজ সাবেক ক্লাবে বছরের সেরা খেলোয়াড় তারাই।

 

২০২১ সালের আগস্ট পর্যন্ত বার্সার হয়ে ২৮ গোল করেছেন ৩৪ বছর বয়সী লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে থাকা আঁতোয়া গ্রিজমান (১৫) তার ধারেকাছেও নেই! অবশ্য পিএসজিতে গিয়ে লিগ ওয়ানডের ১১ ম্যাচে মাত্র ১ গোল পেয়েছেন ৭ম বারের মতো ব্যালন ডি’অর জয়ী মেসি! অবশ্য চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৫ গোল করে তিনিই পিএসজির সর্বোচ্চ গোলদাতা।

অন্যদিকে পর্তুগিজ সুপারস্টার রোনালদো জুভেন্টাসের জার্সিতে দারুণ ফর্মে ছিলেন। এ বছরের আগস্ট পর্যন্ত তুরিনের বুড়িদের হয়ে ৩৬ বছর বয়সী উইঙ্গার করেছেন সর্বোচ্চ ২০ গোল। দ্বিতীয় স্থানে থাকা আলভারো মোরাতার গোল ১৭টি। জুভেন্তাস ছেড়ে ম্যান ইউতে ফেরার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ৭ গোল করেছেন রোনালদো। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে করেছেন ৬ গোল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *