November 24, 2024
খেলাধুলা

বার্সা ও রোনালদোর রেকর্ড ভাঙার পথে বায়ার্ন-লেভা

এই মৌসুমে রীতিমত গোলমেশিনে পরিণত হয়েছে বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে এরইমধ্যে মাত্র ৫১ ম্যাচে ১৫৮ গোল করে ফেলেছে বাভারিয়ানরা।

এভাবে চলতে থাকলে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেই একটি রেকর্ড ভেঙে ফেলবে ফ্লিকের দল। ব্যক্তিগত অর্জনের খাতায় নতুন অধ্যায় যোগ করবেন রবার্ট লেভানডভস্কিও।

রোববারের ফাইনালে পিএসজির বিপক্ষে ৩ গোল করতে পারলেই বার্সার একটি রেকর্ড ছুঁয়ে ফেলবে বায়ার্ন। ১৯৯৯/০০ মৌসুমে ৪৫ গোল করে চ্যাম্পিয়নস লিগের এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছিল বার্সা।

তবে, বার্সেলোনা ৪৫ গোল করেছিল ১৬ ম্যাচে, ম্যাচ পিছু গোলের গড় ২.৮। অন্যদিকে জার্মান চ্যাম্পিয়নরা খেলবে এবার খেলবে ১১ ম্যাচ, এখন পর্যন্ত তাদের ম্যাচ পিছু গোলের গড় ৪.২।

এদিকে দলের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের সুযোগ থাকছে বায়ার্নের রবার্ট লেভানডভস্কির সামনে। ফাইনালে মাত্র ২ গোল করতে পারলেই এই পোলিশ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসাতে পারবেন। ২০১৩/১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৭ গোল করেছিলেন এই পর্তুগিজ উইঙ্গার, যা চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলের রেকর্ড।

চলতি মৌসুমে মাত্র ৪৬ ম্যাচে ৫৫ গোল করেছেন লেভা। চ্যাম্পিয়নস লিগে দলের সর্বশেষ ৯ ম্যাচেই গোলের ঠিকানা খুঁজে পেয়েছেন এই স্ট্রাইকার। এই ৯ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি, এর মধ্যে বুধবার দিনগত রাতে লিঁওর বিপক্ষে সেমিফাইনালে অসাধারণ হেড থেকে করা গোলটির স্মৃতি এখনও তরতাজা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *