January 21, 2025
জাতীয়

বারিন্দ মেডিকেলের পরিচালকের লাশ উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার পল্টনে একটি আবাসিক হোটেল থেকে রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসএমএ রশিদের লাশ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার ওসি আবুল হাসান  জানান, ৬০ বছর বয়সী রশিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রীর বড় ভাই। শাহরিয়ার আলম এক সময় বারিন্দ মেডিকেলের চেয়ারম্যান ছিলেন।

শনিবার ঢাকায় এসে পল্টনের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার একটি কক্ষে উঠেছিলেন রশিদ। সোমবার দুপুরে হোটেল থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল হাসান বলেন, সোমবার সকাল থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল ম্যানেজার ডাকাডাকি করেন। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন রশিদ। হোটেলের কর্মীদের সহায়তায় রশিদের গাড়ি চালক বেলা ১২টার দিকে তাকে নিয়ে হাসপাতালে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসএমএ রশিদের মৃত্যু হয় বলে ধারণা করছেন তারা। রশিদের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *