April 21, 2025
আঞ্চলিক

বারাকপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার বণিক সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৫টি পদে ২৭জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। সভাপতি পদে পুণরায় গাজী নাসির উদ্দিন সাইকেল প্রতিক নিয়ে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকট তম প্রতিদ্ব›িদ্ব হাদিউজ্জামান বিশ্বাস চেয়ার প্রতিক নিয়ে ৯৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আনসার শেখ দোয়াত কলম প্রতিক নিয়ে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী হেমায়েত বিশ্বাস গরুর গাড়ী প্রতিক নিয়ে ৯৮ ভোট পান।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ- সভাপতি শেখ মোজাফ্ফর ও সিরাজ গাজী, সহ-সাধারণ সম্পাদক ইয়াজুল শেখ ও লাভলু , সাংগঠনিক  সম্পাদক আসলাম মল্লিক , প্রচার সম্পাদক ইসরাঈল মিয়া, দপ্তর সম্পাদক আবজার হোসেন, কোষাধ্যক্ষ দাউদ আলী সরদার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রহিম গাজী, এছাড়া কার্যনির্বহী সদস্যরা হলেন আকবার আলী, নাসির ঢালী, মুজিবর শেখ ও বাচ্চু মোল্যা। রাত ৮টায় ফলাফল ঘোষণার সময়  নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম জানান মোট ২’শ ৫৪জন ভোটারের মধ্যে ২৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *