April 11, 2025
আঞ্চলিক

বারাকপুরে ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ঝাড়– মিছিল

দ. প্রতিবেদক

খুলনার দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরুদ্ধে গতকাল বুধবার সকাল ১০টায় বারাকপুর বাজার ও লাখোহাটিতে স্থানীয় মহিলারা ঝাড়– মিছিল বের করে। মিছিল শেষে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বলেন, ইউপি চেয়ারম্যানের অত্যাচার ও জুলুমের কাছে আজ বারাকপুর ইউনিয়নবাসী অতিষ্ঠ, সরকারের ভিজিডি কার্ড, আরএমপির কর্মসূচি, এলএসপির কর্মসূচি, কমমূল্যে খাদ্য কর্মসূচি, কাবিখা, কাবিট, টেষ্ট রিলিফ, মাদক ব্যবসা, জুয়ার আসর বসিয়ে সেখান থেকে নিয়মিত অবৈধ টাকা আদায়, সরকারি সার গোডাউন হতে কোটি কোটি টাকার সার চুরি, লাখোহাটি ফুটবল ময়দানে বালু ভরাটের নামে প্রজেক্ট দেখিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত, সরকারি খাল দখল করে মাছ চাষ, কামারগাতী ওয়াপদা জায়গা দখল করে পাঁকা ঘর নির্মাণ, জমি আছে ঘর নেই প্রকল্পে প্রতিটা ঘর থেকে ১০ থেকে ২০ হাজার টাকা আদায়, সংখ্যালঘু নির্যাতন ও জোরপূর্বক তাদের জমি দখল, মদ্যপ অবস্থায় বাজারের ব্যবসায়ীদের মারপিট করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

এসময় তিনি বলেন, চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিভিন্ন অপকর্মঅনিয়মের জন্য ইউনিয়নের সাধারণ মানুষের গণসাক্ষরকৃত লিখিত অভিযোগ খুলনা জেলা পুলিশ সুপার বরাবর গত ১৯ মে জমা দেওয়া হয়। মূলত তারপর থেকে তার অত্যাচারের ষ্টিম রোলার এর মাত্রা বেড়ে যায়। তিনি আরও বলেন, এরপর ৩টি মামলায় এলাকার  ১৩৫  জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ সকল অভিযোগের সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *