January 23, 2025
আঞ্চলিক

বারাকপুরে আদালতের আদেশ উপেক্ষা করে টোল আদায়ে বাধা সৃষ্টি

 

খানজাহান আলী থানা প্রতিনিধি

বারাকপুর সন্যাসীর খেয়াঘাটের টোল আদায় নিয়ে বৈধ কাগজপত্র থাকা শর্তের নদীর ওপর প্রান্ত থেকে সম্পুন্ন অবৈধ ভাবে টোল আদায়কারী নার্গিস গং সন্ত্রাসী বাহিনী মাধ্যমে জোরপূর্বক টোল আদায়ের এক পর্যায়ে বৈধ আদায়কারী হাসান ফকির আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারীর পর টোল আদায় করতে না পেরে নার্গিস গং বৈধ ইজারাদার মোঃ হাসান ফকিরকে টোল আদায়ে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

আদালতের নথি সুত্রে জানাগেছে, বারাকপুর সন্যাসীর খেয়াঘাটটি জেলা মুক্তিযোদ্ধা বহুমখী সমবায় সমিতি মুক্তিযোদ্ধাদের কল্যাণে জেলা পরিষদ সমিতিকে প্রদান করে। সমিতি ঘাটটির ইজাদার হিসাবে সোবহান খানকে নিয়োগ প্রদান করার পর দীর্ঘ দশ বছর সমিতিকে কোন হিসাব না দেওয়ায়। সমিতির সাধারণ সভায় সোবহান খানসহ সমিতির সাধারণ সম্পাদক ৩৪ লক্ষ ৬৪হাজার ৫৮০ টাকা হিসাব দাখিল করতে না পারায় সমিতি লক্ষ লক্ষ টাকার অর্থ আত্মসাতের অভিযোগে ইজাদার সোবহান খানগংকে টোল আদায়কারী বাতিল করে নতুন করে মোঃ হাসান ফকিরকে নিয়োগ প্রদান করে। হাসান ফকির টোল আদায় শুরু করলে সম্পুন্ন অবৈধ ভাবে অপর প্রান্ত থেকে সোবহান খানের স্ত্রী নার্গীস এবং তার সন্তান সহ সন্ত্রাসী বাহিনী দিয়ে টোল আদায় করতে থাকে। বৈধ টোল আদায়কারী হাসান ফকির গত ২০ মার্চ আদালতের স্মরণাপন্ন হলে আদালত গত ২১ তারিখ দুই পক্ষকে কারণ দর্শানো নোটিশ প্রদান করে। গত ২১ মার্চ হাসান ফকির তার বৈধ কাগজপত্র আদালতে দাখিল করলে গত ২৫ মার্চ নার্গিস গংকে আগামী ২০ দিনের মধ্যে আদালতে কাগজপত্র দাখিলের নির্দেশ প্রদান করে। নার্গিস বেগম আদালতে কাগজপত্র দাখিল না করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হাসান ফকিরকে টোল আদায়ে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টিসহ নদী পারাপারের সাধারণ মানুষকে হয়রানী করার অভিযোগ করেছে হাসান শেখসহ ভুক্তভোগীরা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *