বারডেমে কেবিনে টেলিভিশন বিস্ফোরণ, রোগী অক্ষত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর বারডেম হাসপাতালে একটি কেবিনে টেলিভিশন বিস্ফোরিত হয়েছে। এতে ওই কক্ষে অবস্থানরত রোগীর কোনো ক্ষতি হয়নি। বারডেম হাসপাতালের পরিচালক শহিদুল হক মলিক বলেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের ১২ তলার ১২০৬ নম্বর কেবিনে একটি পুরনো মডেলের টেলিভিশন বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর ওই কক্ষের রোগীকে দ্রুত বের করে আনা হয়।
বিস্ফোরণে আগুন লাগেনি এবং কক্ষেরও কোনো ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, এটাই তাদের হাসপাতালে প্রথম টেলিভিশন বিস্ফোরণের ঘটনা। পর্যায়ক্রমে হাসপাতালের সব কেবিনের পুরনো টেলিভিশনগুলো পাল্টে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।