বাবরের হাতের এই ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হচ্ছে তাকে। কেউ কেউ বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথের সঙ্গেও তুলনা করছেন পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে। শুধু তাই নয়, বাবর আজমই একমাত্র ব্যাটসম্যান যিনি আইসিসি র্যাংকিংয়ে তিন ফরম্যাটেই সেরা পাঁচে অবস্থান করছেন।
টি-টোয়েন্টিতে বাবর আজম রয়েছেন ২ নম্বরে। ওয়ানডেতে রয়েছেন ৩ নম্বরে এবং টেস্টে রয়েছেন ৫ নম্বরে। ২৯ টেস্টে করেছেন ২০৪৫ রান, ৭৪ টেস্টে করেন ৩৩৫৯ এবং ৪১ টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত করেছেন ১৫৪৮ রান। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর অল্প সময়ের মধ্যেই সবার নজর কেড়ে নিতে সক্ষম হয়েছিলেন বাবর।
তবে, এই বাবর আজম কিন্তু শুধুমাত্র তার ব্যাটিং দিয়েই শিরোনামে আসছেন না, শিরোনামে আসছেন তার জীবন-যাপন নিয়েও। পাকিস্তানের এই ব্যাটসম্যান ব্যবহার করছেন দামি একটি হাতঘড়ি। এই ঘড়ি দিয়েও এবার সবার নজর কাড়লেন তিনি। দামি ব্র্যান্ড ট্যাগ ইউয়ের-এর একটি ঘড়ি শোভা পাচ্ছেন পাকিস্তান অধিনায়কের হাতে। যেটা হচ্ছে ২০২০ আনওর্ন মোনাকো গালফ স্পেশাল সংস্করনের।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি আপলোড করেন, যেখানে দেখা যাচ্ছে তার হাতে পরা দামি ঘড়িটি। ট্যাগ ইউয়ের ব্র্যান্ডের এসব ঘড়ির মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা (৯৮৫০ ডলার)। নীল ডায়াল এবং স্কয়ার সাইজের ঘড়িটি দেখতে বেশ আকর্ষণীয়। ঘড়ির বেলটি নকশা করা, শতভাগ গরুর চামড়া দিয়ে তৈরি। ঘড়ি তৈরি হয়েছে শতভাগ স্টেইনলেস স্টিল এবং শতভাগ নীল ক্রিস্টাল দিয়ে।
তবে ঘড়ি যত দামিই পরুন না কেন, ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষস্থান থেকে সরে যেতে হয়েছে বাবর আজমকে। নেমে গেছেন দ্বিতীয় স্থানে।