বান্দরবানে ৭০৩ শিশুকে হাম-রুবেলার টিকা দান
বান্দরবানের লামায় দুর্গম এলাকায় ৭০৩ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোহামুদুল হক জানান, লামায় হাম সংক্রমিত ২৬টি পাড়ায় মঙ্গলবার এ টিকা দেওয়া হয়।
তিনি বলেন, লামায় দুর্গম এলাকার পাহাড়গুলোতে হঠাৎ করে হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সম্প্রতি এক শিশুর মৃত্যু হয়।এটি যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য বাকি শিশুদের টিকার আওয়তায় আনা হয়েছে। টিকা দেওয়া শিশুদের বয়স ছিল ৬ মাস থেকে ১৫ বছরের কম।”
তিন সদস্যের তিনটি মেডিকেল টিম টিকা দেয় বলে জানান মোহামুদুল।
গত ১৬ মার্চ লামা উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন লাইল্যা পাড়ায় অসুস্থ হয়ে শিমু দুতিয়া নামে এক শিশু মারা যায়। বাকি আক্রান্ত ৩৩ শিশু আটটি ম্রো নৃগোষ্ঠীর পরিবারে সন্তান।
পরে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে সেন্টারে রেখে চিকিসা দেওয়া হয়। তারা হামে আক্রান্ত ছিল বলে জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জনিয়েছিলেন।
এ বছর ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এক ডোজ এমআর হাম-রুবেলার টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় হাম-রুবেলা ক্যাম্পেইন বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ।