December 21, 2024
আঞ্চলিক

বান্দরবানে পাহাড় ধস: সড়কের ক্ষতি ২৫ কোটি টাকা

দক্ষিণাঞ্চল ডেস্ক

বান্দরবানে সা¤প্রতিক বৃষ্টির মধ্যে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তা মেরামত করতে প্রায় ২৫ কোটি টাকা লাগবে বলে সড়ক ও জনপথ সওজ জানিয়েছে। জেলা সওজের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ বলেন, জেলার সাত উপজেলায় ভারি বৃষ্টিতে ৩৬ জায়গায় মাঝারি থেকে ছোটখাটো ধসের ঘটনা ঘটেছে। এছাড়া আরও ক্ষতি হতে পারে।

এসব সড়ক সংস্কারের জন্য প্রায় ২৫ কোটি টাকা প্রয়োজন। এর জন্য ইতোমধ্যেই বাজেট পাঠানো হয়েছে। তবে হালকা সংস্কার করে কয়েকটি জায়গায় যান চলাচলের উপযোগী করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া চিম্বুক পাহাড়ের ওয়াই জংশন এলাকা থেকে রুমা পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতি বর্ষায় এটা ভেঙে ও পাহাড় ধসে চলাচল বন্ধ হয়ে যায়। এ সড়কটি সেনা প্রকৌশল বিভাগ তদারক করে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য তাদের প্রায় ৫০০ কোটি লাগবে।

সরেজমিনে দেখা গেছে, বান্দরবান শহর থেকে চিম্বুক পাহাড়ের ওয়াই জংশন এলাকা পর্যন্ত ভাড়ায় চালিত মোটরসাইকেলে অথবা খোলা জিপে যাতায়াত করছে মানুষ। সেখান থেকে আবার কখনও পায়ে হেঁটে, কখনও নৌকায় করে গন্তব্যে যায় তারা। ওয়াই জংশন থেকে রুমা পর্যন্ত সড়কে ১০-১২টি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ পথে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আসছিলেন সুরেশ তঞ্চঙ্গ্যা ও মেমং মারমা।

সুরেশ বলেন, রুমা থেকে ওয়াই জংশনে পৌঁছাতে আগে দেড় ঘণ্টা লাগত। এখন মোটরসাইকেলে ভেঙ্গে ভেঙ্গে আসতে প্রায় চার ঘণ্টা লাগে। ভাড়াও বেশি দিতে হয়। তরিতরকারি নিয়ে বান্দরবান শহর থেকে রুমায় যাচ্ছিলেন ব্যবসায়ী আকবর হোসেন। বৃষ্টিতে রাস্তার ওপর পাহাড় ধসে বসন্তপাড়ায় আটকা পড়েন তিনি।

আকবর বলেন, আমার পেঁয়াজ ও আলু পচে লাখ টাকার ক্ষতি হয়েছে। এ জেলায় মোট ২৩৬ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক সওজের আওতায় রয়েছে বলে এর প্রকৌশলীরা জানিয়েছেন। তারা বলেন, এর বাইরে সেনা প্রকৌশল বিভাগ তদারকি করে কিছু সড়ক। ধস ছাড়াও সা¤প্রতিক বন্যায় ১১ কিলোমিটার সড়ক তলিয়ে যায়। বান্দরবান থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে বাজালিয়া এলাকায় এখনও এক-দেড় ফুট পানি রয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *