December 21, 2024
জাতীয়

বান্দরবানে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দক্ষিণাঞ্চল ডেস্ক

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় এক পাহাড়ি কিশোরীকে ধষর্ণের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রোয়াংছড়ি সদর ইউনিয়নের কাইন্থারমুখ এলাকা থেকে তাকে আটক করা করা হয় বলে রোয়াংছড়ি থানা ওসি এরামুল হক জানান। গ্রেপ্তার মো. রাকিব (১৯) পটুয়াখালী জেলার দশমীনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুরের গ্রামে মো. মোকসেদের ছেলে। রাকিব বান্দরবানে একজন ঠিকাদারের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানায়।

রোয়াংছড়ি সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সদস্য অংসিংনু মারমা বলেন, তার উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কাইন্থারমুখ পাড়া এলাকায় একটি সরিষা ক্ষেতে মঙ্গলবার দুই মারমা কিশোরী কাজ করতে যায়। এ সময় সুযোগ পেয়ে রাকিব এক জনকে ধর্ষণ করে।

পরে মেয়েটির সঙ্গে থাকা আরেক কিশোরীর চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে গিয়ে রাকিবকে হাতেনাতে ধরে পাড়ার প্রধানের হাতে তুলে দেয় বলে জানান তিনি। ওসি বলেন, স্থানীয়রা থানায় ঘটনাটি জানালে পুলিশ গিয়ে রাকিবকে আটক করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং রাকিবের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *