বাদামতলা চক্ষু হাসপাতাল, বিআরটিএ, কেবল শিল্প সড়কটি অবৈধ গাড়ী পার্কিং এর দখলে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন বাদামতলা চক্ষু হাসপাতাল, বিআরটিএ, বাংলাদেশ কেবল শিল্পের ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়কটি বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহনের দখলে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যানবাহন গুলো সড়কের দুই পাশে অবৈধভাবে রেখে দেওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ব্যস্ততম এই সড়কের উপর এলোমেলো ভাবে গাড়ী পার্কিং করায় রাস্তার প্রসস্থ কমে আসায় সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছাড়াও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের ছোট ভাই শেখ মিঠু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
খুলনার বাদামতলা শিরোমণি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে খুলনা বিএনএসবি চক্ষুপাসপাতাল, বিআরটিএ অফিস, পিসিএল,আরএফএল এর গোডাউন, বাংলাদেশ কারিগরি শিল্প সহায়তা কেন্দ্র(বিটাক), বিএসআরএম এর গোডাউন, বাংলাদেশ কেবলস্ শিল্প, টেলিফোন ট্রেনিং সেন্টার, বিএডিসি সার গুডাউন, পল্লিবিদ্যুতায়ন বোর্ড, মহসিন মিলস্ লিঃ সহ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যম এই সড়কটি। গুরুত্বপূর্ণ এই সড়কটির উপর দিয়ে ভারীভারী যানবাহনে সার গোডাউনের সার বেঝাই ট্রাক, কেবলস্ শিল্পের তার, চরকা মিলের পোলসহ অত্র অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালামাল যাতায়াত করে। সড়কের উপর অবৈধ এবং এলোমেলোভাবে গাড়ী পার্কিং করে রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। এঅঞ্চলের খুলনা জেলার একমাত্র চক্ষু হাসপাতাল ও বিআরটিএ অফিসের সামনে অবৈধভাবে গাড়ী পার্কিং করে থাকলেও পুলিশ নিরব ভূমিকা পালন করে। বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোঃ মনিরুল ইসলাম বলেন হাসপাতালে যখনই আসি তখনই দেখি রাস্তার পাশ্বে এলোপাতাড়িভাবে বড় বড় ট্রাক পরিবহন গুলো পার্কিং করে রাখা থাকে, এতে করে প্রায় সময়ই চোখের সামনে দুর্ঘটনা দেখতে পাই। অবৈধভাবে যত্রতত্র রেখে দেওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনার সম্মুখিন হতে হচ্ছে পথচারী সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের উপর অবৈধভাবে গাড়ী পার্কিং করা দখলকারীদের বিরুদ্ধে প্রশাসন জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসী সহ সংশ্লিষ্টদের।