November 24, 2024
জাতীয়

বাজেট অধিবেশন শুরু ১১ জুন

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

আগামী ১১ জুন (মঙ্গলবার) জাতীয় সংসদে বাজেট অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন। গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ।

আগামী ১৩ জুন সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটি। এদিকে, এটি চলমান একাদশ সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল।

জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায় সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার (১৩ মে) সংসদের এ অধিবেশন আহŸান করেছেন। সংসদের এই অধিবেশনে আগামী ১৩ জুন ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ বাজেট পাস হবে।

এদিকে গত ৩০ ডিসেম্বর একাদশন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের সরকারের এটাই প্রথম বাজেট। বাজেট অধিবেশন কত কর্মদিবস চলবে সেটা কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *