বাজার দরে নিয়ে স্বস্তিতে নেই কপিলমুনির চাউল ব্যবসায়ীরা
জি এম এমদাদ, কপিলমুনি
ভরা মৌসুমে কপিলমুনির চাউল ব্যবসায়ীরা বাজার দর নিয়ে স্বস্তিতে নেই। অস্থিতিশীল দরের কারণে যেন হাফিয়ে উঠছেন তারা। নিম্ন দামের এ গ্যাড়াকলে পড়ে রীতিমত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। কপিলমুনির চাউল ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানাযায়, ৩ মাস আগের চাউলের বাজার দর থেকে বর্তমান বাজার দর তফাৎ রয়েছে। আগের তুলনায় দফায় দফায় দাম কম হওয়ায় স্থানীয় চাউলের খুচরা ব্যবসায়ীরা স্বস্তিতে নেই।
খুচরা ব্যবসায়ী রবীন্দ্র নাথ সাধু জানান, খুলনা জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে চাউলের খুচরা দর আতব দশ-চাউল কেজি প্রতি ২৬-২৮ টাকা, ২৩-চাউল কেজি প্রতি ২৫-২৭ টাকা, ২৮ চাউল কেজি প্রতি ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা এগারো চাউল ও স্বর্ণা কেজি প্রতি ২২-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সিদ্ধ আঠাশ চাউল কেজি প্রতি ৩২-৩৬ টাকা, জিরাশান কেজি প্রতি ৪০ টাকা, মিনিকেট কেজি প্রতি ৪৮ টাকা, বাইশমতি কেজি প্রতি ৪৭-৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা ৩ মাস আগে ও সবধরণের চাউল কেজি প্রতি ৪-৫ টাকা কম দামে বিক্রি হয়েছে।
কপিলমুনি বাজারের শ্রীরামপুর মোড়ের চাউল ব্যবসায়ী সুকান্ত কুমার (মনা) বলেন, ‘সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ও নি¤œবিত্ত মানুষের মাঝে ১০ টাকায় চাউল বন্টন করায় চাউলের বাজার নি¤œমূখী রয়েছে। চাউলের বাজার কমে যাওয়ায় আমাদের মত ছোট ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমনটা চলতে থাকলে হয়তো চাউল ব্যবসায় ধ্বস নামবে।’