বাজারে এলো গ্যালাক্সি ফিট
স্যামসাংয়ের নতুন পরিধানযোগ্য স্মার্ট ডিভাইস গ্যালাক্সি ফিট এখন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে কিনতে পাওয়া যাচ্ছে। এর দাম রাখা হয়েছে ৯৯৯.৯৯ ডলার।
কালো আর সিলভার- এই দুই রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। এতে রয়েছে ০.৯৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ এমএএইচ-এর একটি ব্যাটারি, ২এমবি র্যাম, ৩২জিবি স্টোরেজ। ডিভাইসটিকে ব্লুটুথের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে। পানিরোধী গ্যালাক্সি ফিট দিয়ে হৃদস্পন্দনও মাপা যাবে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
এই ডিভাইস দিয়ে ৯০টি পর্যন্ত ব্যায়ামের ট্র্যাক রাখা যাবে। এর মধ্যে হাঁটা, দৌড়ানো, সাইক্লিংয়ের মতো ছয়টি বিষয় স্বয়ংক্রিয়ভাবেই ট্র্যাক হবে।
এছাড়াও এই ডিভাইস দিয়ে ঘুম ট্র্যাক করা যাবে ও স্যামসাংয়ের হেলথ অ্যাপের মাধ্যমে অন্যান্য স্বাস্থ্য সেবাও পাওয়া যাবে। একবার চার্জ দিলে ডিভাইসটি এক সপ্তাহ চলা উচিৎ বলেই ভাষ্য প্রতিবেদনের।